ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মাননা পদক পাচ্ছেন ১৪ জন   

প্রকাশিত : ১৬:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৪ জন গুণী ব্যক্তির হাতে অমর একুশে সম্মাননা পদক তুলে দিবেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) চট্টগ্রাম বই মেলা উপলক্ষে আয়োজিত মঞ্চে এসব পদক তুলে দেওয়া হবে বলে জানান সিটি কর্পোরেশনের উপ সচিব ও চট্টগ্রাম বই মেলার সমন্বয়কারী আশেক রসূল চৌধুরী।     

একুশে টেলিভিশন অনলাইনকে টেলিফোনে আশেক রসূল চৌধুরী জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতিবছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মাননা পদক দিয়ে থাকে।

এবছর বিভিন্ন ক্ষেত্রে যারা এ পদক পাচ্ছেন তারা হলেন, ভাষা সংগ্রামে দবির আহমদ চৌধুরী (ভাষাসৈনিক), স্বাধীনতা সংগ্রামে শহীদ আবদুর রউফ (সাবেক জিএস, চাকসু), মুক্তিযুদ্ধে মো. ইব্রাহিম (সাবেক ভিপি, চাকসু), সংগীতে আইয়ুব বাচ্চু, কথাসাহিত্যে দেবাশিস ভট্টাচার্য, কবিতায় খালেদ হামিদী, গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. শিরীন আখতার, শিশুসাহিত্যে মনজুর মোহাম্মদ, শিক্ষায় প্রকৌশলী আলী আশরাফ, সংগঠনে শাহ আলম নিপু, ক্রীড়ায় কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবায় সাদিয়া গাজী রহমান, চিকিৎসায় শেখ মো. কামাল উদ্দিন ও সাংবাদিকতায় মোস্তফা কামাল পাশা।

পদক প্রাপ্তদের মধ্যে ভাষা সংগ্রামে দবির আহমেদ চৌধুরী, স্বাধীনতা সংগ্রামে শহীদ আবদুর রউফ, মুক্তিযুদ্ধে মো. ইব্রাহিম ও সংগীতে আইয়ুব বাচ্চু কে মরণোত্তর এ পদক দেওয়া হলো।

আআ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি